জনপথে এগিয়ে চলে আমাদের নক্ষত্র
জনপথে এগিয়ে চলে জনতার স্রোত
জনপথে এগিয়ে চলে জনতার ক্রোধ
জনপথে এগিয়ে চলে আমাদের বোধ
জনপথে এগিয়ে চলে আমাদের হতাশা
জনপথে এগিয়ে চলে আমাদের প্রত্যাশা
জনপথে হারিয়ে যায় আমাদের নৈতিকতা
জনপদ গিলে খায় আমাদের লৌকিকতা জনপথের মোহনায় হারিয়ে যায় নাগরিক অধিকার
জনপথ;জনপথ;জনপথ।জনপথে সবাই নির্বিকার।