আমার নিষিদ্ধ শহরের সকল প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছি।
প্রতিটি দ্বারের সমুখে অতন্দ্র প্রহরীর মত দাঁড়িয়ে আছে
ছিন্নমস্তার অভিশাপ।
আমার দ্বিপ্রাহরিক ব্যালকনিতে
একমুহূর্তের জন্যও বসবে না আর কোন বিষন্ন কাক।
এখানে শুধুই দীর্ঘস্থায়ী হবে
কোকিলের মুখরতা-কুইটোর শ্যামলতা আর চন্দ্রিল মাদকতা।
দুর্বোধ্য হায়ারোগ্লিফিকে শহরের প্রতিটি প্রাচীরের ইঁটে ইঁটে
খোদিত করেছি বন্ধনভেদী গুপ্তমন্ত্র।
আমার শহরের আকাশ হতে ছুটন্ত মেঘে মেঘে
বিঁধিয়ে দিয়েছি বিষাক্ত তীর।
তার বিষবৃষ্টির ধারায়
খরা কবলিত হবে অচেনা শহরেরা।
সমূহ জলীয় বাষ্প শুষে নিয়ে প্রেরিত
তপ্ত বারুদসম বাতাসে ঘোষিত হবে সেই পরমব্রহ্ম বার্তা
আমার শহর আমি নিজেই সাজিয়ে নিয়েছি।
নাহ্,এখন আমার শহরের মাটিতে-লেকে-কোত্থাও
ছিঁটেফোঁটাও নুন নেই।।