এই যে অর্ধকুম্ভে চোঁয়া চোঁয়া উপোষী জীবন ,
ভরপুর হতে চেয়ে ভিন্ন ভিন্ন জন্মে যাই ।
পৌনঃপুনিক জন্ম কাটিয়ে আরও ফাঁকা হয় মন ।
আর কবে পূর্ণ পাত্রে শব্দহীন হবো !
হে আমার শব্দহীন প্রিয় শব্দমন্ডলী ,
অতৃপ্ত মৃত্তিকার মোমে জ্বেলে যেও সৃজনের আলো ।
মহারথী , গজারোহী , যূথপতি , ব্যোমচারী নয়
আমি এক প্রসন্ন -পদাতিক ,
এই শব্দবন্ধের অখন্ড স্বাদ পেতে চাই ।
সুদী কিস্তির মতো ক্রনিক জ্বরের গায়ে
লেপ্টে আছে না-পাওয়ার লীনতাপ হূল ।
এককালীন সমগ্র জন্মহিম জমা দিয়ে
মেটাবো অক্লান্ত হৃৎপিণ্ডের যত শ্বাস ঋণ ।
শুধু উশখুশে উজবুক আপশোষী মেদ
টন টন ক্যালোরীর ঘামনদী হোক ।
আমি প্রতিপদে অকরুণ হতাশার
অকারণ শোকভুক নিবিড় নিশ্চিন্দি পেতে চাই ।