শব্দের পরতে পরতে শিশির বিন্দু জমলে, কিছু কথা আমায় পায়! কিছু শব্দ কেবল তোমায় খোঁজে!
কই তুমি! আজীবন-সারাটা জীবন!
যে কথা তুমিও জানো না আমিও না। হয়তো পাবো কোন একদিন সঠিক পথের দিশা!
রাত্রি নেমে এলে নিশি যেমন আসে গোপনে।
নিশিপদ্ম ফোটে আপন অনুরাগে।
কালো ভ্রমরের অপেক্ষায়।
তেমনি আমার শহর তোমার অপেক্ষায়।
আকাশে যেমন চাঁদ ফুল ফোটে, মাটির টানে।
বাউল যেমন মনের মানুষের খোঁজে পথ চলে।
নদীর বুকে যেমন ডুবতে থাকা চাঁদ খেলা করে।
তেমনি তোমার উথালী পাথালি বুকে আমি সেই ডিঙি নৌকা!
কিছু স্বপ্ন থাকুক আজীবন-সারাটা জীবন,আঁখির পাতা জুড়ে আসন পাতুক ঘন কালো মেঘের মতো।
বৃষ্টি হয়ে নেমে আসুক তোমার তৃষ্ণার্ত মনের ঘরে!
কিছু ভালোবাসা থাকুক আজীবন-সমস্ত জীবন।
কালো ভ্রমর যেমন ফুলের মধুতে,পরাগ মেখে রক্তে মিশে থাকে! মিশে থাকে চোখের নোনতা জলে!
প্রতি রাতে যামিনী এলে নিশিপদ্মের বুকে শিশির পড়ে, মনের টান বাড়ে, আড়ালে নিঃশব্দে!
এমন করেই রাত গভীর হলে নিশিপদ্ম ফোটে
ভালো বাসবে বলে, ভালোবাসাবাসি হয়, তবু
তোমাকে পাওয়া হয় না!