অনেকটা অপেক্ষার পরে কোথাও একটু অবসাদ
তোমার ভাবনায়,চৈত্রের পোড়খাওয়া রোদে-
সম্পর্কগুলো ঝলসে গিয়ে কেমন যেন পোড়াগন্ধ,
দূষিত বাতাসে।কান্না জ’মে স্থবির,দমবন্ধ গুমোট হাওয়ায়।
মনের ইঁদারায় জমানো অসুখে ঝরে,নীরবতার অশ্রু!
তাকে সঙ্গী করে এগিয়ে চলা যায়না…..
যে পথ মিশে যেতে চায়,স্বেচ্ছামৃত্যুর বিপন্ন গভীরে…..
তাকে কেমন করে ফিরতে বলি,প্রজ্জ্বলিত শিখায়!
চাওয়া-পাওয়ার হিসেবটা গুলিয়ে গিয়ে বেশ,টলোমলো
স্বপ্নগুলো ধুঁকতে ধুঁকতে বেজায় বেসামাল-
চেনা সময়ের গণ্ডি ছাড়িয়ে অচেনা বৃত্তের প্রান্তে।
শেষ বিকেলের কানাঘুষোয়,কেমন যেন নিভুনিভু আঁচ
ইচ্ছেরা স্তিমিত আগুনে ধিকিধিকি জ্বলে,পোড়া অঙ্গার
একপেশে ভাবনায়,মন পুড়ে ছাইয়ের জমাটস্তূপ।
বিষণ্ণতার জলছবি এঁকে যায়,অন্তর্মুখী জীবন।