রবি শশী হেসেছে
ঘুম আমার ভেঙেছে
কালো দেয়া ধেয়ে আসে
অসহায় বসন্ত প্রমাণ লিখে রাখে মিছে
অন্ধকারে ডুব দেয় বসন্তের কলরব
অকালে বোধন হবে;সভ্যতা দেখে সব
টগবগে আগুনে সময়টা পুড়ে যায়
ধোঁয়া দিয়ে গড়া হয়;প্রজন্মের ভবিষ্যৎ
সীমাহীন ধ্বংসের নব কোনো প্রত্যয় আসবে নিশ্চয়।
সভ্যতার বুকে যাঁরা এঁকে রাখে চির শ্মশান
দাবি করে তাঁরা এসে পৃথিবীর বুকে আমরা মহান
সম্মানের মহাধন খোঁজে ঐ মহাজন
সৃষ্টির লীলার তরে মানুষ মরে ঘরে ঘরে
জীবনগুলো আগুন হয়ে এখনও জ্বলে ঐ
বিক্ষিপ্ত জনরোষ ভাসে রোজ;এসবতো চলছেই
শ্রেষ্ঠত্বের অহংকার মানুষের অলংকার
কতিপয় নিয়মের বেড়াজাল,বেড়াজাল ভেঙে ফেলি
কোনো নতুন ঠিকানা পরিচয় হোক আমার
এই পৃথিবীর মানুষ বলে আমায় ডেকোনা আর।