এক নিঃস্ব জীবন যন্ত্রণাময়
তবুও জীবনকে ভালোবেসে ভালো থাকার অভিনয় করতে হয়,
বেঁচে থাকার কথা ছিল না—–
তবুও বেঁচে আছি আজও,
হয়তো আপনাদের এতো ভালোবাসা
এত প্রেরণা
এত শুভকামনা পাবো বলেই বা কারণ অন্য কোনও।
যে কথা বলার নয় সে কথা বলি
যে পথে চলার নয় সে পথে চলি;
যে লেখা লিখবার নয় সে লেখাই লিখি
যে ভাবনা ভাবনার নয় সে কথাই ভাবি;
হয়তো সেই কারণেই আপনারা আমায় বলছেন কবি,
ভালো থেকো মানুষ
ভালো থেকো সমাজ
ভালো থেকো এই মহান পৃথিবী।