তুমি কথা রাখেনি, তাই
পরকীয়া আঁচলে স্বপ্ন খুঁজি,
ধর্তব্যের মধ্যে আনিনি দহন বেলাকে –
আমি চিনেছি চোরাবালির গোপন পথ,
প্রতিবেশীর মাধবীলতার একাকীত্বের মূর্ছনায়
কথার বাঁকের জটিলতা যেন মৌন বাউল
মেঘ জমে গুজবের পাহাড়ে
বুকের ভেতর বয়ে চলে সুপ্ত ঝর্ণা
ভালোবাসা ঝরে সহজ স্বীকারোক্তির মতো –
অরণ্যের মহার্ঘ সবুজ প্রাণের অযুত কথামালায়
প্রাচীন গাছে জমে অহংকারের শ্যাওলা।
ভিজে চলি বৃষ্টি ভেজা দিনে
মনে রেখে ভালো মনের সান্নিধ্যকে………..