চুপ থাকাই ভালো।
ঠিকরে ঠিকরে অকথ্য শব্দরা ছিটকে বেরোলে
অথবা পান থেকে চুণ খসলে
মহাসমারোহে উপস্থিত বিরক্তি।
চুপ থাকাই ভালো।
মুখে কুলুপ এঁটেও জয় করা যায় তামাম বিশ্ব
যদি স্থির লক্ষ্যে স্থির থাকে কাম্য সুমতি।
সমরাঙ্গনে বাক্যদের অসীম প্রতাপে
প্রতিদিন কত রক্ত চুইয়ে চুইয়ে পড়ে
সকলের অন্তরালে,
আস্তিনে গোটানো দাপটের বন্যা
কখনো-সখনো বেরোয় অশুভ ভাবনারা দল বেঁধে
পাড়াময় ঘুরতে বেরোলে।
চুপ থাকাই ভালো।
বোবাদের শত্রুরা থাকে দূর-বহুদূরে পরম আশ্রয়ে,
কখনো হাঁটি হাঁটি পায়ে এসে দেখাতেও পারে কেরামতি।
বাঁচার নিস্তরঙ্গ আস্বাদনে খোলে শান্ত সুশীল পৃথিবী-
সেখানে বেআক্কেল সময়ের কুমতলব দূর-অস্ত,
সেখানে বাঁচনের নব্য সুযোগে গোলযোগটাই কমতি।
কারোর কারোর মতে,
কথাদের অঙ্গনে বৈরিতা ওৎ পেতে,
দু হাতে মহাউল্লাসে ছড়িয়ে চলে ঘন নিকষ কালো,
চুপ থাকাই তখন ভালো।