করতালি কর্ণকুহরে এতবার জাগালেও সাড়া
মন তবু অবিচল সৈনিক –
আনন্দের মস্করায় পিছল পথ পড়ে না চোখে
অন্তরালে শুধু মৃত্যুর জিগির তোলে ।
সাবধান হে পথিক-এসেছে আগুন
অত্যয়ের যাবতীয় লীলা দেখাবার আগ্রহে,
বর্মখানি ধুয়ে মুছে ঠিক করে রাখো
ঢালটি নিতে ভুলো না তা বলে।
সৌরভ আছে ঠিক স্বভাবসুলভ দশায়
বিষাদে টের পেতে কালঘাম ছোটে ,
স্থির যন্ত্রণা রাস্তায় একদিন হারায়
দুঃখ তখন নিঃসাড় কর্পূরের নেশায়।