কিভাবে ভরাট ভরালে চোখ , নয়নরঞ্জনী ?
কোথায় পাতবো পাতা , ঘুমের বিছানা !
তিলার্ধ কুটো দাও ,
অকূলের খড়ভূমি আজানু জড়াবো ।
যেখানেই হিমসিম রাত্রির বীজ বুনে চলি
তোমার হাসির দীপ
সুপক্ক শুকতারা জ্বালে ।
আকুল করেছো মেঘে আভূমি দামাল ,
হাড়ে মাসে বারোমাস নির্জন নিউরণে
রিমঝিম বৃষ্টি হবে বলো !