স্নিগ্ধ শীতল ভোরের বেলা
নির্জন নদীর চরে,
তৃষ্ণা কাতর হরিণ দলে
ঘুরছে সংশয় ভরে।
হঠাৎ কখন বাঘ বা সিংহ
আক্রমণের তরে,
ঝাঁপিয়ে লাভ দিয়ে যদি
কাউকে খেতে ধরে।
নিশ্চিন্তে তো চলার উপায়
নেইকো বন্য প্রাণীর,
খাদ্য খাদক সম্পর্কটাই
ভয় যে জীবন হানির।
স্নিগ্ধ শীতল ভোরের বেলা
নির্জন নদীর চরে,
তৃষ্ণা কাতর হরিণ দলে
ঘুরছে সংশয় ভরে।
হঠাৎ কখন বাঘ বা সিংহ
আক্রমণের তরে,
ঝাঁপিয়ে লাভ দিয়ে যদি
কাউকে খেতে ধরে।
নিশ্চিন্তে তো চলার উপায়
নেইকো বন্য প্রাণীর,
খাদ্য খাদক সম্পর্কটাই
ভয় যে জীবন হানির।
Powered by WordPress