শ্রান্ত রাত গাঢ় নিকষ, নিমগ্ন শহর!
ম্লানমুখে জেগে শুধু ল্যাম্পপোস্ট
নিউরোনে শ্রান্তিহীন বিভ্রান্তি, অণু অন্দরে
অক্লান্ত উত্তাপ, কেড়ে নেয় ঘুম।
চিন্তন জুড়ে ভাবনার প্রহেলিকা
তমসার কালিতে স্নাত চোখ নির্ঘুম।
রাতের পাঁজর হাতড়ে চলে ঘুমের আবেশ,
কোথাও রাতে সজল মেঘে বৃষ্টি নামে,
আহা প্রশান্তি। ঘুম আর শীতল উত্তাপে
মিশে থাকে মাতাল সোঁদাঘ্রাণ।
শুধু এখানে রাতের আঁধার জুড়ে
না-বলা সহস্র গল্পকথা ,
মিশে থাকে পরতে পরতে জমাট অভিমান
অথবা নীরব সন্তাপ।
সেই সব বিষণ্নক্ষণ এলোমেলো
ভাবনার করিডোরে জাগিয়ে রাখে নির্নিমেষ,
উদ্ভ্রান্ত চোখে মায়া মরীচিকা,
অতলান্ত গহ্বরে নির্দ্বিধায় তলিয়ে যায়…
ঘুম! হায় ঘুম!