চৈত্রের দুপুর পিক কূজনে
অলস সময় বেয়ে,
একা নিরালায় বসে আনমন
দূর পানে রই চেয়ে।
প্রকৃতির রূপ দুপুর বেলায়
খরা কঠিন কত,
ডাহুকের ডাক কুবোর হাঁক
শুনি ঘন অবিরত।
বেতের টোঙা মাথায় চাষি
করছে চাষ মাঠ ‘পরে,
শীর্ণ ছোট্ট মরা সোঁতায়
মাছরাঙা মাছ ধরে।
গাঙচিল এক শুধু ঘুরে ফিরে
নদীর ধারে ধারে,
বকগুলি দেখি পাখসাট তুলে
উড়ে চলে নভ পাড়ে।