রিক্ত সময় , ভরে ওঠার প্রাঙ্গণে
সমাজ গোলায় ধানের শীষে সুর ফোটে ,
হতাশ হবার সুযোগ কোথায় ? শেষ পাতে
বসন্ত বীজ পুঁততে হবে ফুটনোটে ।
প্রবল খরায় ধুঁকছে ধূসর মানব ক্ষেত
কুৎসা কারণ বারির স্রোতে কই এর প্রাণ ,
নাড়ির নেশা কমছে তবু নুইছে না
শাসন -ঘেরা আন্দোলনই শিরোস্ত্রাণ ।
ভরসা বরণ বিবেক আঁকে জয়ের পথ
পথ চললেই চলবে নানান বিতর্ক ,
তর্ক মানেই শুদ্ধ হবার সংহতি
ইতির বর্মে থাকুক শব্দ সতর্ক ।
রিক্ত সময় , যাবার সময় যাও বলে
আসবে যখন সঙ্গে নেবে শুশ্রূষা !
শব্দ শায়ক উঠবে জেগে মন্থনে
নিরাময়ের খোয়াবনামায় আঁক কষা ।