খুব ইচ্ছা করে নিয়ম ভাঙার,
এতদিন যে নিয়মের বেড়াজালে বন্দি থেকে
হাঁসফাঁস করেছি এতটুকু অক্সিজেনের অভাবে !
যে নিয়মের মধ্যে থেকে গোপনে ফেলেছি অশ্রু !
যে নিয়মের বাঁধনে থেকে কিছু মুখোশ পরা
মানুষদের আপন ভাবতে বাধ্য হয়েছি !
যে নিয়মের দোহাই দিয়ে একটু একটু করে
গড়ে তোলা স্বপ্নগুলোকে হিংসার আগুনে
পুড়তে দেখেছি !
আমি সেই সব নিয়ম ভেঙে গুঁড়িয়ে দিতে চাই।
বুঝিয়ে দিতে চাই এই পৃথিবীতে আমারও বাঁচার অধিকার আছে নিজের মত করে।
আমারও অধিকার আছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাস আস্বাদন করার !
আমার অধিকার আছে দিগন্ত বিস্তৃত খোলা মাঠের
এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়ানোর।
আমার অধিকার আছে আমার পছন্দের খাবার খাওয়ার,পথন্দের পোশাক পরার ।
সব নিয়ম ভেঙে অধিকার প্রতিষ্ঠা করে যাব আমি,
যেখানে কেউ আমার চোখে আঙুল দিয়ে
আমাকে অধিকার শেখানোর সাহস করবে না।