জীবন পথে ধর্মের রথে
চললে পাবে ফল,
সত্য জ্বালে আশার আলো
বাড়ে মনের বল।
রোজা রেখে চলেন যারা
শুদ্ধ করে মন,
রবের নামে থাকলে ধ্যানে
মিলে পরম ধন।
নবীর নীতি জীবন গীতি
মেনে চলো সব,
নামাজ ফরজ নিয়ম মাফিক
খুশি থাকেন রব।
রোজায় করে আত্মশুদ্ধি
শান্তি মনে রয়,
দরাজ দিলে করলে যে দান
সকল কাজে জয়।
দীনদুখীদের খাদ্য কাপড়
যাকাত করো দান,
নিয়ম নীতি মেনে চললে
পাবে তুমি মান।