লুপ্তপ্রায় কাদা জলে
নিয়তি জলে ঘ্রাণ
আমার কাছে তুমি হলে
অন্যরকম প্রাণ
শ্যাওলা মাখা দেয়াল জুড়ে
নিয়তি জলের ঘ্রাণ
বাতাস বয়ে আনছে যত
প্রেমের উপাখ্যান
কুয়োর তলে লুকিয়ে আছে
নিয়তি জলের ঘ্রাণ
বালির বুকে আশা জাগায়
একলা মরুদ্যান
লুপ্তপ্রায় কাদা জলে
নিয়তি জলে ঘ্রাণ
আমার কাছে তুমি হলে
অন্যরকম প্রাণ
শ্যাওলা মাখা দেয়াল জুড়ে
নিয়তি জলের ঘ্রাণ
বাতাস বয়ে আনছে যত
প্রেমের উপাখ্যান
কুয়োর তলে লুকিয়ে আছে
নিয়তি জলের ঘ্রাণ
বালির বুকে আশা জাগায়
একলা মরুদ্যান