স্নান ঘরে
বৃষ্টির নীচে
অসুখ খেলা
পনে একটা মৃত্যু
একটা দরজা
কি ভাবে দুটো পৃথিবীর জন্ম দেয়…
অবাক হই
দরজার চোখ খুলতেই
রঙিন মুখ
আর
ভিজে এলোচুলে
জড়িয়ে থাকা
কিছু মিথ্যে প্রতিশ্রুতি
টেবিলে নিম সরবত
হাসনুহানায় দিয়ে ঢাকা
স্নান ঘরে
বৃষ্টির নীচে
অসুখ খেলা
পনে একটা মৃত্যু
একটা দরজা
কি ভাবে দুটো পৃথিবীর জন্ম দেয়…
অবাক হই
দরজার চোখ খুলতেই
রঙিন মুখ
আর
ভিজে এলোচুলে
জড়িয়ে থাকা
কিছু মিথ্যে প্রতিশ্রুতি
টেবিলে নিম সরবত
হাসনুহানায় দিয়ে ঢাকা