কখনো চাই না আহ্লাদের প্রিয় হাত,
কঠিন সমরে ছাইভস্ম মেখেও পেরোতে চাই দীর্ঘ, দীর্ঘতম রাত।
মানুষের কাছে মানুষটাই যদি না পায় দরাজ দুয়ার,
খোলামেলা বায়ুর আকালে নিশ্চিত শুনি হিলিয়াম আর দূষিত বায়ুর অট্টহাসি।
তথাপি বাগিচায় থরে থরে সজ্জিত নন্দনকাননের শোভা।
মুছে দেয় কদাকার মুখশ্রী, অতঃপর বেঁচে ওঠে জীবন্মৃত, পাক খায় ‘ওঁ শান্তি লাট্টুর মতন।
প্রকৃতির কাছে কত ঋণ,
তবুও মানুষ পড়ে না প্রকৃত বাঁচার পাঠ।
কোনক্রমে দুবেলা দুমুঠো স্বপ্নমাখা অন্ন
গোগ্ৰাসে গিলে সামনে তাকায়, অথচ
মনশ্চক্ষুতে কখনো ভাসে না বিশাল শুষ্ক ময়দান।