নিবেদিতা দে
লেখিকা পরিচিতি
—————————
নাম : নিবেদিতা দে
বর্ধমান শহর নিবাসী নিবেদিতা দে,নিজেকে ওই তথাকথিত কবি,লেখিকা তকমায় ভাবতে একেবারেই অখুশি তবু সংসার,দায়িত্ব ব্যস্ততার ফাঁকে উদাস হয়ে মেঘ হয়ে আকাশের বুকে উড়ে যায়,ডানা মেলে ভাসে সৃষ্টি করে একের পর এক কবিতা।এই কবিতা যাপনে তিনি রঙ তুলি সম কলমে নীল আকাশের বুকে আঁচড় কেটে সৃজন শীলতায় মাতেন। লিখে চলেছেন নানা কবিতা,গল্প স্মৃতিচারণা। একক কাব্য গ্রন্থ “নীল মেঘ”কবির ভাবুক কলমের অনন্য দলিল।

লেখিকার সৃষ্টি

আধুনিক কবিতা
শুধু কবিতাকে ভালোবেসে || Nivedita De
ধূধূ প্রান্তর,কতো অজানা পথ,মাঠ ,ঘাট পেরিয়ে, তোমার টানে, কবিতার কাছেই

আধুনিক কবিতা
আমার এই পথ চলাতেই আনন্দ || Nivedita De
জন্মের উষাকাল থেকে আমৃত্যুকাল অগুনতি মানুষ হেঁটে চলেছে অন্তবিহীন পথে।