বৈশাখী খর বায়ু যখন দুর্দম দুর্বিনীত—
একলা দুপুর বিরহ বিধুর রবির একান্ত।
স্বপনে,মননে,চিন্তনে,আছো আবেগে উচ্ছ্বাসে,
অনুরাগ,অভিমানের খেলায় আছো বাঙালিয়ানায় মিশে।
সুর যার ধমনী হয়ে অনন্ত ফল্গুধারা—
গীতাঞ্জলি সেই কাব্য মনের সুললিত চারা।
স্রষ্টার স্রষ্টা তুমি,কবির গুরু কবি!
তোমার সুরে,তোমার গানে আঁকি তোমার ছবি।
বিশ্ব সংসারে থেকেই ছাড়লে অমোঘ মায়া,
ধন্য যে শান্তিনিকেতন পেয়ে তোমার ছায়া।
সুখের সজ্জা ছেড়ে শোককে করেছো ভৃত্য—
জীবন মৃত্যুর মহাযজ্ঞে ঠাকুর তুমি নিত্য।
আদর্শ যখন মানবতা,উন্নত করে শির—
বুকের মাঝে রবীন্দ্রনাথ,শুদ্ধ সে রুধির।
পুরাতনের গ্লানি মুছে দিক চির নূতনের ডাক—
রবির আলোয় আলোকিত হোক পঁচিশে বৈশাখ।।