নিতাই মৃধা
লেখক পরিচিতি
—————————
নাম : নিতাই মৃধা
কবি নিতাই মৃধা, ষাট দশকের একজন কবি।
জন্ম: ৫ ফেব্রুয়ারি, ১৯৪৭., আমতলী, দক্ষিণ ২৪ পরগনা. পিতা: প্রয়াত-সুশীল কুমার মৃধা।
পেশা: শিক্ষকতা, (লেকচারার)।
শিক্ষাগত যোগ্যতা: এম.এ(বাংলা), বিএড।
এছাড়া –কোবিদ ও রত্ন (হিন্দি ডিপ্লোমা)।
বাংলা ইংরেজি হিন্দি ভাষাতে লেখেন, কবিতা গল্প ছড়া রচনা প্রবন্ধ নাটক উপন্যাস প্রভৃতি।
সুনীল গঙ্গোপাধ্যায়, তার একটি কাব্যগ্রন্থের আলোচনা লিখেছেন। অটলবিহারী বাজপেয়ী হিন্দি কবিতা পড়ে শুভেচ্ছা পাঠিয়েছেন। ম্যান্ডেলা ” MANDELA’S DREAM” জন্য তাকে শুভেচ্ছা জানান।
লেখকের সৃষ্টি
নন্দলালের আবির্ভাব || Nitai Mridha
ঘুমের ঘোরে সেদিন দেখিনন্দলাল সেই নেতা,ডি-এল- রায়ের নন্দ সে যেশুনুন
দূষণ দুনিয়া ছেড়ে || Nitai Mridha
দূষণ দুনিয়া ছেড়ে দূরে যেতে চাই,যদি পাখি তোর মত একজোড়াডানা
দুর্নীতির খোঁপায় || Nitai Mridha
দুর্নীতির খোঁপায় কে নাগোঁজে প্রেমের ফুল,সবাই ধোয়া তুলসী পাতাকে ধরে
সুরের জলসা শেষে সুরলোকে || Nitai Mridha
সুরের জলসা শেষে সুরলোকেপাড়ি দিলেন কে-কে!যে জীবন এত অনিশ্চিত,সে জীবন
রাজ আদেশ || Nitai Mridha
আজব দেশের আজব রাজানামটি মিস্টার ক্লিন,ময়লা তার লাগে না গায়,ঢাললেও
বাবার প্রসাদ গুণে || Nitai Mridha
আজ আর”যত্র জীব তত্র শিব নয়”চৌকিদারের বিশেষ নজর দারিতেযত্র-তত্র শিবলিঙ্গ
এক আনাড়ি ক্যাপ্টেন-কথা || Nitai Mridha
অদক্ষ কান্ডারীর হাতে জীবন সঁপেবসে থাকা আর মৃত্যুর প্রহর গোনাএকই
কালবৈশাখিকে চাই || Nitai Mridha
কালবৈশাখি জ্বালাক-পোড়াক,কাল-বৈশাখিকে চাই!বৈশাখী ছাড়া তপ্ত দেহ-মনজুড়াতে কেহ নাই! বৈশাখী ঝড়ে
স্বাধীন দেশে স্বাধীন নৃত্য || Nitai Mridha
এসেছে কেমন সুখের দিন,বাজে খুশির বীণ,বাজার করে ব্যাজার-মুখেনাচ-রে তা’-ধিন্ ধিন্!
সাবধান যাত্রীগণ || Nitai Mridha
টাইটানিক জাহাজ ডোবেযাত্রীরা ঘুমে মগ্ন,খবর রাখে কজন আরকখন সেটি ভগ্ন?ঘুমিয়ে
ছুৎমার্গদের উদ্দেশে || Nitai Mridha
দুর্গা মায়ের পুজোর ঘটেওই যে শাড়ি খানা,সিরাজুলের তাঁতে বোনাক’-জনের তা
লাশের দাম বেশি || Nitai Mridha
বেদনার স্বরলিপি লিখে যাই রক্তের আখরে!রক্ত জবার মত রক্তাভ প্রভাত
নার্সরুপী মানবী না দেবী || Nitai Mridha
আমার কবিতা আবার বাস্তবতায়রূপ পেল ,তিরুবন্তপুরমের ঘটনায়!আমার কবিতার কয়েকটি পংক্তি
গোলাপের ভাষা || Nitai Mridha
গোলাপের ভাষা বোঝেন কজন,বোঝেন কজন কথা,নীরব ফুলের নীরব ভাষাকজনে বোঝেন
দেশসেবক || Nitai Mridha
ঘু্মের ঘোরে স্বপ্নে দেখিবিচিত্র এক নেতা,শুনুন বলি আজব সে একদেশসেবকের
স্বাধীনতাকামী সত্যবতী || Nitai Mridha
স্বাধীনতা কালে কত না নারীর নীরবে জীবনগিয়েছে চলে,কতজন বলো রাখে
হাসির রাজার দেশ || Nitai Mridha
খোকাবাবু স্বপ্নে গেলহাসির রাজার দেশে,যে দিকে চায়, হাসছে সবাইআসছে হাসি
স্বাধীনতার স্বাধীন নৃত্য || Nitai Mridha
স্বাধীনতার জন্যে যাঁদের জীবন বলিদান,স্মরণ করি,চরণে প্রণতি,ভুলিনি অবদান।আজ যাঁরা শাসকের
গাধার স্বাধীনতা || Nitai Mridha
গাধা হলেও মনিবের ভন্ডামি বোঝে,কিন্তু প্রতিবাদের ভাষা নেই!গাধা ভেবেছিল, দেশ
ওদের হাতের কাস্তে || Nitai Mridha
মায়াবিনি চাঁদের আলোসোনাই নদীর জলে,ছলাৎ ছলাৎ ঢেউ যে ওঠে,নাচের তালে
টাকের তেল || Nitai Mridha
চুল গজাবে মাথায় নাকিমাখলে খাঁটি সে তেল,গ্যারান্টি দিচ্ছে রামেশ্বরকথা হবে
ভেজাল দুনিয়া || Nitai Mridha
খাঁটি জিনিস পাবে কোথায়ভেজাল সারা দেশটায়,ভেজাল নিয়ে ভেজাল কথালিখছি বসে
কুলীরকেরদল || Nitai Mridha
আমরা বাঙালিরাকুলীরক-মানুষেরদল!কাউকে উপরে উঠতে দেখলেইপিছন থেকে টেনে ধরি।কামড়াকামড়ি, মারামারি,দলাদলি, আমাদের
রাজার তোতা || Nitai Mridha
রাজার নামে বললে কথাতোতায় আনে ডাকি,শেকল খুলে উড়িয়ে দিলেউড়ে যে
জীবন মানে যুদ্ধ || Nitai Mridha
সব শিশুদের জন্ম থেকেইলড়াই হাত-পা ছুঁড়ে,যুদ্ধ করেই লক্ষ্মী যে লাভ
মায়ের আগমনী || Nitai Mridha
উমা তুমি আসবে বলে,শিউলি কাশে-দোলা,আকাশ জুড়ে যায় যে ভেসেসাদা মেঘের
অমিল || Nitai Mridha
মিল চেয়েতো অমিল পেলামমিলেতে গরমিল,অমৃত চেয়ে গরল পেলামবিষে দেহ নীল।সুরের
শরৎ এলে || Nitai Mridha
শরৎ এলে দখিন হাওয়ায়দুলে ওঠে মন,মাতাল হাওয়া শনশনিয়েমতায় কাশের বন।সাদা
বিপন্ন মনুষ্যত্ব মানবতা || Nitai Mridha
বিপন্ন মানুষ, বিপন্ন মানবতাবিপন্ন স্বদেশ আজ,মানুষের বেশে, নরপশু ঘোরেনেই যে
পক্ষীমাতা পেলিকান || Nitai Mridha
পেলিকান-মা-র বাচ্চা যখনক্ষুধায় কাতর হয়,নিজের বুক ক্ষত করে সেশাবককে খাওয়ায়।চঞ্চু
কাশফুল || Nitai Mridha
হায়রে মধ্যবিত্ত -জীবন,অসংখ্য ক্ষতের মুখে লাগিয়ে প্রলেপ,কেটে গেল উৎসবের কটা
বিশ্বাসে বিষ ঢুকে গেছে || Nitai Mridha
স্থলে-জলে-অন্তরীক্ষেসর্বত্র-ই দূষণের হলাহল!ভিতরে-বাইরে, মানুষে মানুষে,কী এক অবিশ্বাস !আজ আর কেউ
ভার্চুয়াল ভাই ফোঁটা || Nitai Mridha
প্রতিবছর দাদা আসেনবোনের ফোঁটা নিতে,মন খারাপ মায়ের ভীষণ,পারবেনা ফোঁটা দিতে!ফোঁটা
এক কাপ-চা || Nitai Mridha
সুন্দরীর মিষ্টি হাসির সঙ্গেবেতস লতার মতো কোমল হাতেধূমায়িত এক কাপ-“চা”
নেতাজির ভাবনা || Nitai Mridha
দেশের চিন্তায় আসেনা যে ঘুমযৎসামান্য- যে তাইবিদেশ থেকে খুঁজিয়া ছত্রাক,আশি