তামাম পৃথিবী ঝলসে যেতে পারে
তীক্ষ্ণ শেলের আঘাতে তাজমহল চুরচুর হয়ে যেতে পারে
লবঙ্গ লতিকার পুষ্প, চন্দ্রিমা রাত্রের মোহময়ী দীপ্তি,
মায়ামৃগ কস্তুরীর ঘ্রাণে ভরা নিঃশ্বাস
অবলীলায় অসহ্য হয়ে উঠতে পারে।
ঋতু বদলের মতো বদলে যেতে পারে
ক্ষয়িষ্ণু সময়, স্মৃতি ও স্বপ্নগুলো।
আর একালের অষ্টম আশ্চর্যের নিখুঁত অবয়ব দেখে,,,
জীবনবোধকে হন্যে হয়ে খুঁজে বেড়াই আমি,
হঠাৎই সুখের মুহূর্ত গুলো জীবনের আলপথ ছেড়ে
ভাসমান খড়কুটোর মত বদলে ফেলে তার নিজস্বতা।
ভীষণভাবে বদলে যাচ্ছি আমি
অহর্নিশ বদলাচ্ছি নির্মমতায়
যেমন করে বদলায় সংস্কার-চরিত্র-অভ্যাস,
যেমন করে বদলাচ্ছে নির্বোধ জনগণ সবেগে, আবেগে
আর তেমন ভাবেই বদলাচ্ছে আমার জীবনের মেঠোপথ।