বাড়ুক শূন্যতার পরিধি
সীমা ছেড়ে অসীমের মাঝে,
দরজায় ওঁত পেতে থাকা কালের
শেষ খুঁটিটা
বিকটাকার নৈঃশব্দের নীল আগুনে
মিথ্যা অহং নিয়ে
শেষ বকুলের মত পড়ুক ঝরে,
মরতে মরতে বাঁচতে শেখা
মনের সত্ত্বাটুকুও
অস্থি-মজ্জার ঘ্রাণ ছেড়ে
কালের অমোঘ সঞ্চারণে
প্রাঞ্জল থেকে রূপান্তরিত তারায়
কিম্বা অমাবস্যা আর প্রতীক্ষিত
কলঙ্কের তন্দ্রা ভেঙে
আত্মমৈথুনের বায়বীয় সুড়ঙ্গে
কিছু নিঃসঙ্গতা পুষে রাখুক অনন্ত অবধি,
তবুও প্রতিমুহূর্তে নিষিদ্ধ এক গল্প দখল নিচ্ছে
আয়ুরেখার গহীন শূন্যতায়,
তবুও বৃত্ত থেকে পরিধি
বাঁক বদল হয় দৃশ্যের,
হাতবদল হয় চিত্রনাট্যের।