এ ভাবেই সব পথ পেরিয়ে যাচ্ছে আয়ু
সকাল সন্ধ্যা রাত্রি
বসে আছি
তাকে ভুলচুক সাজিয়ে
জুড়িয়ে যাচ্ছে হাওয়া – নদী
ঘুমিয়ে যাচ্ছে তাজা ফুল
রঙ ঢেলে বিশালাকার দানব –
টুকরো মৃত্যু
ছুরি হয়ে কাটাতে থাকে
সুগন্ধি যাপন
ক্ষত কে আয়না নাইবা করলাম –
ভাঙা কাঁচ
বাকী কয় দিন
খাঁটি মধু রাখব পাত্রে