আমার সব কবিতাই কি ভালো হবে ?
না; এমন কোন কথা নয়।
আমার সব কথারাই কি গ্রহণযোগ্যতা পাবে ?
না; এমন কোন কথা নয়।
সব আপন মানুষ গুলো কি আপন হবে ?
না; এমনটা নয়।
দূরের মানুষগুলো কি সব সময়ই দূরত্ব বজায় রাখে ?
না; এমনটা নয়।
আমাদের জীবনের সব কথাগুলোই কি কথার কথা হয়ে রয় ?
না; এমনটা নয়।
বিশ্বাসী লোকেরা সর্বদা বিশ্বাস রক্ষা করতে পারে ?
না; এমনটা নয়।
পথের সকল সাথীই কি সাথী হবে ?
না; এমনটা নয়।
এই নিঝুম রাতের শেষেও কি রাত পড়ে রবে ?
না; এমনটা নয়।
অনুভবের আয়নায় ধরা দেওয়া সম্ভাবনা অধরাই রয়ে যাবে ?
না; এমনটা নয়।
তোমার আমার জীবনের কথা
একটা কবিতায় বলা গেল না
তা বলে কি এগুলো কবিতা নয় ?
না; এমনটা নয়।
মাঝ আকাশের দিকে তাকিয়ে বৃক্ষটা দাঁড়িয়ে আছে একা
ও কি সত্যিই একা ?
না; এমনটা নয়।
মানুষ ঘুমায় পাখি জেগে রয়
পাখি ঘুমিয়ে পড়লে মানুষ কি জেগে রয় ?
তাই বলে কি মানুষ ও প্রাণীর নেই কোন সমন্বয় ?
না; এমনটা নয়।
রজনীর শেষে প্রভাত এসে বলল আমায়
জীবন ;বিবেক ;মানবতার সমুদ্রকে পূর্ণ ব্যাখ্যা কি করা যায় কবিতায় ?
এক বাক্যের একই নির্ণয়
না; এমনটা নয়।
না এমনটা নয়।