এক জাতি এক প্রাণ একতায়
গলা চেপে ধরে বিচ্ছিন্নতাবোধ
দূর ভেদাভেদ সাম্প্রদায়িকতায়
করে যদি সব স্বার্থ চিন্তা রোধ।
বিবিধের মাঝে মিলনের চিন্তা
সংহতি এবং ঐক্যের সাধনা
জাগায় আত্মত্যাগ -দেশপ্রেম
দেশের সার্বিক মৈত্রী ভাবনা।
যদিও জননী ও জন্মভূমি
স্বর্গ অপেক্ষা হয় গরীয়সী
জাতীয় সত্যের সে পটভূমি
নিজ-দেশ আমি ভালবাসি।
বিপুলা পৃথিবীর সকলে করে
সেবা শুশ্রূষা সুখ দুঃখ ভোগ
বিশাল ভুবনের নাড়ীর টানে
একসাথে হয় যে মিলন যোগ।