আশিস দিয়েছে বিধাতা, তাই হয়েছি নারী
অনাবশ্যক বোঝা বয়ে যাই , তবুও কি না পারি ?
দুর্গা হয়ে অসুর বধে আমরা হয়েছি ত্রস্ত
শক্তি রূপে পূজিত হয়েছি হস্তে ছিন্ন মস্ত ।
মস্ত ঢেকেছি ঘোমটা দিয়ে ,সীমন্ত লালে লাল
নারী মুক্তি এখনো অধরা ,স্তম্ভিত মহাকাল ।
পুরুষ ধরেছি গর্ভে যখন সেই পুরুষই পিতা
তারাই কেড়েছে নারী অধিকার সম্মান স্বাধীনতা ।
স্বাধীনতার সীমানা ডিঙিয়ে মুক্ত স্বেচ্ছাচার
মমতায় নারী মায়ার বাঁধনে সজ্জিত সংসার ।
সাজানো বাগানে ফুল হয়ে ফুটি , দংশন করে কীট
অন্ধকারেই জড়িয়ে জীবন খোলে না সহজে গিঁট ।
গিঁট জুড়ে শুধু অবহেলা আর অবজ্ঞা বঞ্চনা
জীবন সত্য , অভিনয়ের রঙ্গ মঞ্চ না ।
বাঁচতেই হবে আলোর ছোঁয়ায় ইচ্ছেডানায় সুখ
সভ্যতা , সেও সমাজের সাথে বিপ্লবে উন্মুখ ।