সম্পর্কটা মাতা-পিতা,নয়তো ভাই-বোন
কিংবা স্বামী নয়তো প্রেমিক,মনের মতো মন।
সবার বড় বন্ধু সুজন,যদি সঠিক পাও
আঁধার রাতেও আলোর দিশা,এক ছায়াপথ নাও।
আগুন পলাশ বসন্ত দিন,দখিন হাওয়ার টানে
ভরা শ্রাবণ ডুবেই যাবে,ইচ্ছে নদীর বানে।
পৌষালী রোদ হাসবে আবার,উড়বে নীলের দেশে
হয়তো পরী রাজকন্যে,নয়তো রানীর বেশে।
পুরুষ তখন রাজারকুমার,রাজবেশ তরবারি
হামাগুড়ি দেয় বিবেক বুদ্ধি,ন্যায়ের সাথে আড়ি!
অন্যায়টা জমকালো আজ,রহস্যময় মানুষ
সত্য বড় অভিমানী,মিথ্যা ক্ষণিক ফানুস।
সংগোপনে প্রেমের পদ্য,লুকিয়ে হৃদয় মাঝে
যাপন সুখে ব্যস্ত নারী,কষ্ট মাপে সাঁঝে।
নগ্নপদে হাঁটছি সবাই,হোঁচট ঘন ঘন
কাঁচের টুকরো কাঁটার খোঁচায়,রক্তাক্ত মনও!
শরীর জুড়ে দগদগে ঘা,হৃদয় কলুষিত
দূষণভারে পরিবেশও বিরহে বর্ধিত।
প্রকৃতি কাঁদে অসহায় সে,দুঃসহ চুপকথা
সৃষ্টিসুখে নারী-পুরুষ,মস্ত প্রগলভতা।