নারীর চোখে অশ্রুধারা
আজও ঘরে ঘরে,
অত্যাচারে নীরব চুপে
মনের কষ্টে মরে।
নারী পুরুষ বৈষম্য যে
দেখি সমাজ মাঝে,
ত্রুটি ধরে নারীকে তাই
শাসন সকাল সাঁঝে।
নিয়মবদ্ধ জীবন তাদের
মানতে বাধ্য করা,
প্রতিবাদে শুনতে যে হয়
কটু বাক্য কড়া।
সংসারেতে সকল সময়
দোষের আকর নারী,
ঘরে বাইরে খাটার পরও
দোষের বোঝা ভারি।
অনেক নারীই শিক্ষিত আজ
পায়না কাজে ভীতি,
পাল্লা দিয়ে পুরুষ সাথে
করছে যে কাজ নিতি।