বিদুষী ঘরণী প্রেয়সী জননী সব আসনেই নারী,
তবুও কত কামুক পুরুষের শিকারে অত্যাচারী।
আদিম লালসায় হয়ে অন্ধ বিবেক মনুষ্যত্ব ভুলে,
নির্জনে একা পেলেই কত পুরুষ নগ্ন করে বস্ত্র খুলে।
নারী হতেই সৃষ্টি বিস্তার জন্ম মানবসত্বার,
তবুও পথে এমনকি ঘরেও নারী উপেক্ষিত বারে বার।
সংসারের দায়বদ্ধতা অবাধে কাঁধে নিয়ে,
নিত্যদিন খেটে চলে নারী শরীর মন দিয়ে।
কতরূপ ত্যাগ স্বীকার করে পরিবারের তরে,
বঞ্চনা উপেক্ষা সয় তবু নারী জীবন ভরে।
কন্যা হয়ে পিত্রালয়ে পেয়ে যত্ন আদর,
বিবাহের পরে এক লহমায় হয়ে যায় পর।
নারী হৃদি বেদনার অলিখিত যত কথা,
অশ্রু সাথে পড়ে ঝরে হয়ে চুপ ব্যথা।
নির্জনে আড়ালে নিশ্চুপ কাঁদে নারী,
আঁচলে মুছে শেষে সামলায় ঘর বাড়ি।
চিরকাল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে নারী,
বিশ্ব সংসারের হোতা হয়ে নেয় দায়ভার ভারি।
অমর্যাদা অবহেলা পদে পদে সয়,
সমাজ মাঝে নারী আজও নিরাপদ নয়।