আকাশের মত মুক্ত উদার নারীর হৃদয় পটে,
নরম আলোয় ভরিয়ে আকাশ ভোরের সূর্য ওঠে।
নদী আর নারী দুজনেরি বুকে অজানার আহ্বান,
অনুভবে তাই মিলিত প্রবাহে জাগে মোহনার টান।
পাহাড়ের বুকে কিশোরী কন্যা ঝরণা যে চঞ্চল,
হাস্যে লাস্যে রঙে রূপে রসে ছলছল কলকল।
বিষন্ন দিন হলুদ বিকেল ধূসর সন্ধ্যা রাগে,
সুরভিত এক হৃদয় যাপন অভিমানে অনুরাগে।
ক্ষয়িষ্ণু দিন বয়ে যায় বেলা অভিমানে অনুযোগে,
প্রকৃতি ও নারী নূতন আবেশে প্রেমসুধা নিয়ে জাগে।
ঋতু ভেদে তার বদলায় রঙ প্রকৃতি কিংবা নারী,
প্রকৃতি ও নারী নয়কো ভিন্ন জীবনের কাণ্ডারী।
নারীর বুকের মমত্ব সেও প্রকৃতির সেরা দান,
মায়ের বুকের ভালবাসা আর বোনের গভীর টান।
নানা রূপে নারী মমত্ব দিয়ে আগলে রেখেছে বুকে,
প্রকৃতির এই সুরক্ষা নিয়ে তাইতো রয়েছ সুখে।