প্রকাশ্যে যাবে না বলা যেইকথা,
এই ফাঁকে তাই বলে রাখি,শোন কানে কানে
বিষ আর অমৃত পাত্র দিয়ে
বহু ভেবে সুচারু রূপে তাকেই গড়েছে নারী
স্বয়ং ঈশ্বরী।
মেয়েরা নিজেরা জানে
বুকে তার কতখানি মধু
আর কতখানি বিষ থাকে,
কার বুকে বিষ ঢালবে, মধু ঢালবে কাকে
মেয়েরা নিজেরা জানে,চেনে তাকে।