কৃষ্ণ পদে রাখো মতি শান্তি পাবে মনে,
বিপদ বালাই মাঝে মনে স্বস্তি রবে;
ভক্তি ভরে নাম ধ্যানে রবে জপ সনে,
প্রভু হরি নামে ভজে চলো যদি ভবে;
দুঃখ ক্লেশ ঘুচে গিয়ে পাবে সুখ সবে,
দূর্জন সুজন হয়ে রবে দুখে পাশে,
দুঃখ ব্যথা দূরে গেলে আলো ভরে তবে,
আশা সাধে পূর্ণ হয়ে সুখ পাবে রাশে।
হৃদি মাঝে ধৈর্য রেখে চলো সত্য পথে,
শত দুঃখ মাঝে শুধু হরি ভজে চলো;
কৃষ্ণ কৃপা পায় যারা চড়ে সুখ রথে ,
কাজে রত থাকো মুখে হরি হরি বলো;
শিব জ্ঞানে জীব সেবা যদি যাও করে,
প্রভু কৃপা তব শিরে পড়বেই ঝরে।