চিতল রাঁধেন কাতল রাঁধেন
রাঁধেন ভালো শুটকি ,
গন্ধ শুকে বমি করে
সোনার মেয়ে চুটকি।
শুটকি খেলে পেটে ব্যথা
খুবই ঝালের রান্না,
চুটকি তখন পেটে ব্যথায়
জুড়ে দিল কান্না।
লটে মাছের কদর বেশি
রাঁধেন দেখি সোনা,
বাবা বলে আমার জন্য
রাঁধিস চারা পোনা।
পুঁটি মাছের ঝাল চচ্চড়ি
খাবেন বড় পিশে,
সোনার চোখে আঁধার নামে
পাইনা কোনো দিশে।
নারকেল চিংড়ি সর্ষে দিয়ে
খাবে বলছেন মেসো,
সোনা যখন হাত লাগাবে
সোনার বাড়ি এসো।
বাটা পাবদা,পার্শে ইলিশ
কোনটা সোনা রাঁধে
স্বামী সঙ্গে সোনার দেখি
তুমুল ঝগড়া বাধে।