কবির কন্ঠ কাড়ে হেমন্তের হিম ,
সকল কবিতা কুঁড়ি বৃন্তে হিমসিম !
কবির জীবন যদি নেবুলাইজারে
কে পাঠাবে কোজাগর দ্বাদশ আঁধারে !
বহু মনে জ্বলে নিভে কবি কি পাথর !
পাথরে আগুন জমে’ , গলালে সাগর ।
দুঃখ কেন কামড়ায় ? কবি চাতকী ,
পিপাসার পিত্ত চেটে সুখ পাবে কি !
অহিংস রণসাজে শব্দক্ষেতে কবি
আততায়ী যেই হও , কাব্যে জলছবি ।
নাজুক বৃষ্টি রোসো , কবি আসছেন
অমৃতের মধু মেঘে সুখ আঁকবেন ।