রাত মহলে নেশায় বুঁদ
সুহার প্রিয় জান,
মদির আঁখি শরাব সাকি
রূপে অরূপ শান।
রসিক জনে সুরার সনে
মুজরো শুনে রসে,
বাহবা সাথে তালির হাতে
ছুঁড়ছে টাকা বসে।
দরিয়া দিলে রূপের ঝিলে
ডুবটা দিতে গেলে,
গ্যাঁটের কড়ি দিচ্ছে ভরি
মানের ঢাকা ফেলে।
রূপসাগরে প্রেমের মাঝি
টপ্পা তালে চলে,
খুশির ফুলে নিচ্ছে তুলে
পরশ সুখে ঢলে।
মাতাল হিয়া প্রেমের দিয়া
বিলোল চোখে ফুটে,
প্রহর কাটে নাচের তালে
তবু না ঘোর টুটে।
নাচমহলে পাষাণ কারা
অভাগী কত কাঁদে,
কপাল দোষে বিধির রোষে
প্রেমে বন্দি ফাঁদে।
লুটতে মজা বিজয় ভজা
নাচমহলে জুড়ে,
অশনি ডাকে জীবন বাঁকে
কতনা ঘর পুড়ে।