বৃন্দাবনে আঁধার আজি শ্যামের বাঁশি বাজে নাই,
বিস্ময়ে ময়ূর – ময়ূরী কৃষ্ণ শূন্য রজপুরি
ঘরে পথে পথে উদাসীন কৃষ্ণ ছাড়া রায়।
ওই তোমার শ্যামের বনভূমি,
কানাইহীনের স্বপ্ন করিয়া স্মরণ,
আকুল করিয়া আলিঙ্গন তার দুঃখের বিরাম নাই।।
বৃন্দাবনে আঁধার আজি শ্যামের বাঁশি বাজে নাই,
বিস্ময়ে ময়ূর – ময়ূরী কৃষ্ণ শূন্য রজপুরি
ঘরে পথে পথে উদাসীন কৃষ্ণ ছাড়া রায়।
ওই তোমার শ্যামের বনভূমি,
কানাইহীনের স্বপ্ন করিয়া স্মরণ,
আকুল করিয়া আলিঙ্গন তার দুঃখের বিরাম নাই।।