দেখিনি আমি কখনো তাহারে
শুনেছি বাঁশির সুর,
তার তরে কেন মন ধেয়ে চলে
সুরে সুরে বহু দূর!
হৃদ যমুনায় উথাল পাথাল
ঢেউ জাগে প্রতি ক্ষণে,
মন বলে চিনি এই সুর ধ্বনি
আসে বসন্ত সনে।
কোকিলের কুহু কলাপীর কেকা
মনকে দোলায় হায়,
এসো সুন্দর মোর ঈশ্বর
দেখে মন সুখ পায়।
হে নাথ শ্রীহরি দিবা বিভাবরী
তব তরে প্রাণ কাঁদে,
লুকায়ে অসীমে মুরলী বাজায়ে
কেন ছলো সুর নাদে।
রাখালিয়া বেশে অধরেতে হেসে
আছো শুনি সব হৃদে,
হে প্রভু দয়াল দেখা পেলে তব
মিটিবে নয়ন খিদে।