প্রেমের কথা বিয়োগ ব্যথা
লিখে দিলাম খত,
প্রিয়ার লাগি রয়েছি জাগি
ভালোবাসবো মত।
ময়না মতি হে! প্রজাপতি
খবর এনে দাও,
মুখেতে মধু সলাজ বধূ
বার্তা টুকু নাও।
স্বপ্ন বুনি দিন যে গুনি
আশ্চর্য রূপ,
গল্প কব পরশ লব
থাকবে কেন চুপ।
তোমার সনে নীরব মনে
প্রেমালাপটি চাই,
পত্র পেয়ে এসো গো মেয়ে
শীঘ্র দেখা পাই।
কুসুম কলি তোমায় বলি
ব্যথা কষ্ট যাক,
মনের রানি শোনোগো বাণী
হৃদয় মোর খাক।
মেঘের বাড়ি এসো গো ছাড়ি
হৃদয় জুড়ে মোর,
আসছে সুখ বিদায় দুখ
নয়নে লাগে ঘোর।