কখনও দেখেছে ভেবে মনে
মানবতা হারিয়ে কেন জনে জনে হয়েছে অমানুষ
শিক্ষিত সমাজের নেই আর কোন মান হুশ
যদিও তারা গন্য হয় মানুষ,
অন্যের দোষ খুঁজে বেড়ায়
তাই নিয়ে সারাদিন আলোচনা করে যায়।
এভাবেই কি তারা সমাজে অবহেলিত নয়?
পৃথিবীর সবাই কি নির্ভুল হয়?
যদি কখনো কারও দোষ দেখতে পাও
সম্ভব হলে তাকে গোপনে শুধরে দাও,
সবার হৃদয়ে আছে অনুভুতি আছে চেতনা
দিনরাত দোষীকে গালি দিয়ো না।
যদি তারা পায় একটু ভালবাসা
মেটাতে পারে সমাজের আশা,
একদিন নিশ্চয়ই তা’তে হবে দেশ উদ্ধার
তারাও হতে পারে সমাজের নব-অবতার।