দিল্লির বাদশা আর বাংলার নবাব,
এদের যে খেলা তার নেইকো জবাব!
এ বলে আমায় দেখ ও বলে আমায়,
আসলে প্রজারা থাকে বিষম ধাঁধায়।
মোসাহেবের দল ভীষণ সেয়ানা,
কড়ি দিয়ে সহজেই চলে বেচাকেনা!
কার কতো পাওনা কে দিয়েছে কতো,
হিসেব নিকেশ করে চুলচেরা যতো।
ভুলভাল ইতিহাস ভূগোলের ম্যাপ,
জ্ঞানের ভাণ্ডারে থাকে মস্ত সে গ্যাপ!
আসলে নবাব ভাবে তিনি সবজান্তা,
আমিই সবার সেরা বাদশা খুদ মানতা।
নবাব চেঁচিয়ে বলে হু ইজ বাদশা?
বিশেষ্য বিশেষণে লজ্জায় মরে ভাষা!
বাদশা পাকায় গোল জাত পাতে ধর্মে,
প্রজাগন হতাশায় মরে আছে মর্মে।
সমুখে লড়াই করে প্রজাদের দেখিয়ে,
আড়ালেতে বিরিয়ানি একপাতে ওঠে খেয়ে!
চোখে মুখে মৃদু হাসি দুজনের হাত হাতে,
লুটেরার মন শুধু গরিবের পোড়া ভাতে।