নব জন্ম হবে বলে স্থির এই চিত্ত,
সুপ্ত চিন্তা যত হোক তবে আজ মত্ত।
কবে যেন সৃষ্টি সুখ বিনা আছি বেঁচে,
দিবা নিশি স্মৃতি নদী কষ্ট তবু যাচে।
আজ তাই নব স্বপ্ন ভিড় করে মনে,
শীঘ্র বুঝি দেবে সাড়া নিত্য নব প্রাণে।
জগ মাঝে আছে দুখ স্বল্প তবু সুখ,
কেড়ে নেবো এক দিন দেখে ঋদ্ধ মুখ।
বহু কিছু দূরে গেছে এই হৃদ থেকে,
ফিরে পাবো আর বার রত্ন পাবো পাঁকে।
পুষ্প গন্ধে ঘুম তায় যাবে ঠিক ভেঙে,
নব প্রভা নিয়ে সূর্য লাজে যাবে রেঙে।
গাছে গাছে পাখি সব কল কল সুরে,
ডাকে দেখি এই ভোরে নব প্রাণ তরে।।