পলাশীর প্রান্তর,বাংলার শেষ রবি অস্ত গেল
কিছু লোভী মানুষের কারণে।
সেই থেকে বাংলায় হলোনা নবজাগরণ
জানিনা কেন আজ সবাই আঁচলে মুখ ঢেকে বেড়ায়।
ইতিহাস মিথ্যা বলে না জানি,নবজাগরণ আসন্ন
এই অনাচার এ অত্যাচার বেশিদিন চলতে পারেনা।
জানি,তোমরা বলবে পলাশীর যুদ্ধের পর
অনেক পরিবর্তন হয়েছে এ বাংলায়।
জিজ্ঞাসা করি সত্যিই কি তাই?
তাহলে এই বঙ্গ আবার দু’ভাগে কেন হল ভাগ,
উত্তর আর দক্ষিণবঙ্গ
এখন আবার আরেক ভাগের নাম জঙ্গলমহল!!!
কি দরকার এই ভাগাভাগির, কি দরকার এই খেয়োখেয়ির
আমরা তো একই বঙ্গবাসী।
তাহলে কেন মেটাই না এই ভাগাভাগির সংসার?
কারণ একটাই,নবজাগরণের অভাব।
জানি তোমরা সবাই বলবে আমায় মূর্খ অশিক্ষিত
কি করব যখন আসে মনে নানান প্রশ্ন?
কেন আজ মানুষে মানুষে ভেদাভেদ
কেনই বা এই বর্ণ বৈষম্য।
ধর্ম বর্ণ মানুষেরই দান কেউ করে তার ব্যবসা
রাজনীতির যাতাকলে জনগনের উঠছে নাভিশ্বাস।
উমিচাঁদ,জগৎশেঠ,ঘষেটি বেগম আছেন বহাল তবিয়তে,
তারাই যে আজ সমাজের মাথা, তারাই সমাজ ধর্ষক।