ঘুমের ঘোরে সেদিন দেখি
নন্দলাল সেই নেতা,
ডি-এল- রায়ের নন্দ সে যে
শুনুন তার-ই কথা!
নন্দ আজ যে খুব নামি নেতা
চলে সে প্রহারায়,
বুলেট-প্রুফ গাড়িতে সদাই
কোটি কোটি যার ব্যয়।
নন্দলালকে পাহারা দিতে
এ-টু-জেড ক্যাটাগরি,
দেশ-সেবককে রক্ষা করাটা
একান্ত-ই দরকারি।
স্বদেশের-হিতে জীবন-পাত করা
তার-ই মহৎ ধর্ম,
বেঁচে থাকা তার অতি দরকার,
সেটাই পরম কর্ম।
স্বাস্থ্যরক্ষায় খাবার নাকি তাঁর
বিদেশ থেকে আসে,
দিনে মাত্র এক কোটি ব্যয়,
কম খেতে ভালোবাসে!
সে যদি না বাঁচে অভাগা-দেশটার
হবে কি ভবিষ্যৎ,
স্বদেশ সেবার এমন কাজের
আছে কারো হিম্মত?
গরিব- চিন্তায় হয় না যে ঘুম
স্বপ্ন দেখে সে রাতে,
মানুষ-কুকুরে টানাটানি করে
ডাস্টবিনে এঁটো পাতে।
বুড়ো হয়েও রাজি নয় তবু
দেশ সেবা ছেড়ে দিতে,
এখনও নাকি আছে কিছু বাকি
আখের গুছিয়ে নিতে।