কাজে ও কথায় বিস্তর ফারাক,
নন্দনের বাগানে নেই নান্দনিকতার ছিটেফোঁটা!
দিতি পুত্রদের কোলাহলে কান পাতাই দায়,
যেখানে স্নিগ্ধ মলয় বাতাস বয়ে যেত ধীর লয়ে,
সেখানে এখন আসুরীকতার নরক গুলজার।
প্রলয়কাল হয়তো আর খুব বেশি দূরে নেই,
ইচ্ছামৃত্যুর বর পেলেও অবক্ষয়ের স্পর্শে,
আয়ুস্কাল কমে আসে সামানুপাতিক হারে!
উদভ্রান্ত সময় আবার ফিরে যেতে চায় অতীতে,
পরিতাপের বিষয় এই সমুখে এগিয়ে চলার পথ রুদ্ধ,
শুধু শিরদাঁড়া নয় সমাজের পঞ্চ ইন্দ্রিয়ই এখন বিকল।