তুমি এমনই নদী হয়ে থেকো,
প্রাণ উচ্ছল চঞ্চল গতি সম্পন্না নদী।
পাহাড়ের কোল থেকে আছড়ে পড়া উত্তাল ছটফটে কিশোরী বালিকা থেকে অদম্য যুবতী।
আমার জীবন গতিপথে বাঁক নেওয়া ভরসার
এই স্রোতস্বিনীই যে আমার প্রাণ ভোমরা।
গ্রীষ্মের দাবদাহে ফুটি মাঠ,
হাহাকার গেলো গেলো ত্রাহি রব ওঠা নগর গ্রাম!
তবু আমার হারিয়ে না যাওয়া নদীর শীতল স্পর্শে
অফুরন্ত বাঁচার রসদ, মুক্তির স্বাদে সূর্যোদয়।
হাত বাড়ালেই বন্ধু,নদী রূপ তুমির কাছে
নিজেকে সমর্পনে অনুভব করি হৃদয়ের লাবডুব!
বৃষ্টি প্লাবনে পুষ্ট উত্তাল নদীর কোমল হৃদয়ে
অবলীলায় খুঁজে পাই আমার কাঙ্ক্ষিত আশ্রয়।