আমার গাঁয়ে নদীর পাড়ে
কাশ ফুলেরা রাশে,
হাওয়ার তালে চামর দোলায়
মিঠে হাসি হাসে।
গ্রীষ্মকালে জল শুকিয়ে
নদীর হাঁটু জলে,
টানা জালে মাছ ধরিতে
মিলে ছেলের দলে।
ধানের বোঝা লয়ে কিষাণ
চড়ে গরুর গাড়ি,
গাঁয়ের হাঁটে ,নয় শহরে
বেচতে যে দেয় পাড়ি।
নদীর ধারে ক্ষেতে ভরে
নানা রকম গাছে,
বিহঙ্গেরা কিচির মিচির
গানের সুরে নাচে।
নদীর পাড়ে সবুজ মাঠে
নানা সবজি ফলে,
শীতল বাতাস বাড়ায় আয়ু
রাখে খুশির বলে।
নদী মাতৃক দেশ আমাদের
আমরা গাঁয়ে থাকি,
সুখে দুখে মিলেমিশে
ভালোবাসা মাখি।