ফেলে আসা শতাব্দীর যা কিছু গ্লানি,
রোগ,জ্বরা,ব্যাধি, দুঃখ শোক সব মুক্ত হোক।
ফিঙের মতো শিস দোলা দিক সবুজ ধানক্ষেতে,
মাথা নুইয়ে স্বাগত জানাই,নতুন দিনের নতুন সূর্য, আলো দাও আলো দাও।
দূরে ওই নীল দিগন্তে আগুন রাঙা শিমুল পলাশের পরশ দাও।
দাও এক মুঠো বিশুদ্ধ বাতাস, এক আঁজলা ভরা
জল দাও, আলো দাও, প্রাণ দাও, জীবন দাও।
নীল আকাশের নিচে পৃথিবীর বুকে নীল মেঘ,
গারো খাসি,জয়ন্তিয়া পাহাড় ছুঁয়ে বৃষ্টি হোক।
বৃষ্টি ছুঁয়ে দিক তৃষিত নয়নে জেগে থাকা
দীর্ঘ প্রতিক্ষার মাটির বুক।
সোহাগী গন্ধে ভরে উঠুক পৃথিবীর মুখ।
মা পৃথিবীর শরীর জুড়ে নতুন কুঁড়ি দুলে উঠুক।
জন্ম হোক নতুন কবিতার গাছ।
এবার নতুন কিছু একটা হোক।
বৃষ্টি হোক, সোনালী রোদ্দুরের ওম মেখে,
বুকের ভিতর তোলপাড় করা এক ভীষণ ঝড় উঠুক।
হাল ভাঙা নাবিক তার পথ খুঁজে পাক।
নতুন শতাব্দীর নতুন সূর্য উঠুক।
পাখি পাখনা মেলে সুর শুনিয়ে উড়ে যাক সুনীলে।
মানুষ এবার সত্যিকারের মানুষ হোক।
ফিরুক মনুষ্যত্ব বোধ,বিবেকের দ্বার জাগ্রত হোক।
সহজিয়া সুরে বলতে যেন পারি,
তোমায় ভালোবাসি ভালোবাসি।।